নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ সড়ক সুরক্ষা সপ্তাহ পালনের এক মাসও পার হয়নি৷ এরই মধ্যে উদয়পুরে দুর্ঘটনার মাত্রা একের পর এক বেড়েই চলেছে৷ গত সোমবার রাত ৮ টার সময় উদয়পুর মহকুমার চন্দ্রপুর কাঁঠালতলি বাজার থেকে মাছ নিয়ে বাড়ি ফেরার পথে চন্দ্রপুর বেলতলি এলাকায় আসতেই লিটন মজুমদার নামে এক যুবককে শান্তিরবাজার থেকে আগত একটি বুলেরো গাড়ি সজোরে ধাক্কা দেয়৷ ধাক্কা মারার পর চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়৷ গুরুতর আহত অবস্থায় অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা লিটনকে টেপানিয়া হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে সাথে সাথে জিবি হাসপাতালে রেফার করলে ছয়দিন পর শনিবার ভোর চারটায় হাসপাতালে মারা যায়৷ তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছতেই মৃতদেহ বাড়িতে আনার আগেই শত শত মানুষ লিটনকে শেষ বারের মতে একবার দেখার জন্য লিটনের বাড়িতে ভিড় জমান৷ লিটনের ৮০ বছরের বৃদ্ধ বাবা জানায় লিটন উদয়পুর শহরের একটি বেকারি দোকানে কাজ করত৷ তার স্ত্রীও তার তিন বছরের একটি শিশু কন্যা রয়েছে৷ লিটনের বৃদ্ধা মা ও স্ত্রী কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেলেও তার বাবা হতভম্ব হয়ে মানুষের দিকে তাকিয়ে আছেন৷ শিশু কন্যাটি একবারের জন্যও বুঝতে পারছেন না তার বাবা যে চিরতরে বিদায় নিয়ে চলে গেছেন৷ লিটনের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে৷
2016-02-01