শক্তিশালী ভূমিকম্পে কঁাপল পূর্ব রাশিয়া, কম্পনের মাত্রা ৭

মস্কো, ৩০ জানুয়ারি (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব রাশিয়ার বিস্তীর্ণ অংশ| মার্কিন জিওলজিক্যাল সার্ভে সূত্রের খবর, শনিবার সকালে ভূকম্পন অনুভূত হয় পূর্ব রাশিয়ায়| রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭| রাশিয়ার উত্তর প্রান্ত পেত্রোপাভলভস্ককে ভূমিকম্পের কেন্দ্রবিন্দু হিসেবে চিহ্নিত করা হয়েছে| ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৫৩ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উত্সস্থল ছিল বলেও জানিয়েছে ইউএসজিএস| ভূমিকম্পের পর একটি আফটার শকও অনুভূত হয়েছে| রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৫.২|
ভূকম্পনের জেরে হতাহতের কোনও খবর পাওয়া না গেলেও সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে| আতঙ্কে বাড়ি ছেড়ে বেরিয়ে আসে মানুষজন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *