BRAKING NEWS

দুইশ কোটি দেনা নিগম, চল্লিশ শতাংশ গ্রাহক দায়ি ঃ বিদ্যুৎমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি৷৷ আগামী ৭ জানুয়ারির মধ্যে দেনা মিটিয়ে না দিলে ওটিপিসি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিদ্যুৎমন্ত্রী মানিক দে৷ মূলত, নিগমের দেনা দুই শতাধিক কোটি টাকা৷ ওটিপিসি এবং নেপকোর কাছে এই দেনা৷ বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন ওটিপিসির কাছে একশ কোটির ওপর এবং নেপকোর কাছে একশ তিনকোটি টাকার দেনা বিদ্যুৎ নিগমের৷ সম্প্রতি ওটিপিসি আগামী ৭ জানুয়ারির মধ্যে ৬৯ কোটি টাকা দেনা মিটিয়ে না দিলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে বলে নোটিশ পাঠিয়েছে৷ অবশ্য বিদ্যুৎ নিগমের দেনার ভার মারাত্মক আকার ধারণ করার পেছনে রাজ্যের ৪০ শতাংশ গ্রাহকের অনিয়মিত বিল মেটানোকেই দায়ি করেছেন তিনি৷ বিদ্যুৎ মন্ত্রী বলেন, রাজ্যের ৪০ শতাংশ সাধারণ ভোক্তা সবসময় বিল মিটিয়ে দেন না৷ আর তাতে বিরাট দেনা হয়ে গেছে বিদ্যুৎ নিগমে৷
MANIK DEY TRIPURAএদিন তিনি আরো জানান, অবৈধ গ্রাহকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিদ্যুৎ নিগম৷ ২০১৫ এপ্রিল মাস এখন পর্যন্ত ৭৯৭২টি হুক লাইন ছিন্ন করা হয়েছে৷ এরই পাশাপাশি হুক লাইন বিরোধী ১৮৬৫টি অভিযান চালানো হয়েছে৷ এ সমস্ত অভিযানে গিয়ে জনগণের রোষানলের শিকার হয়েছেন বিদ্যুৎ কর্মীরা৷ তেমন ১৯৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে৷ এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন হুক লাইন বিরোধী অভিযানে গিয়ে এখন পর্যন্ত ৮২ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা সম্ভব হয়েছে৷ পাশাপাশি বকেয়া বিল আদায়ে সার্টিফাইড  কেইস শুরু করা হয়েছে৷ মূলত, এসডিএম কোর্টে এসমস্ত মামলার নিষ্পত্তি হয়ে থাকে৷ এর মাধ্যমে এখন পর্যন্ত ৯২ লক্ষ ২০ হাজার টাকা বকেয়া আদায় করা সম্ভব হয়েছে৷ বিদ্যুৎ মন্ত্রী জানান, বকেয়া মিটিয়ে না দিলে সম্পত্তি বাজেয়াপ্ত করারও ব্যবস্থা রয়েছে৷
তবে, বিভিন্ন সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে যে বকেয়া বিদ্যুৎ বিল রয়েছে তা মিটিয়ে দেওয়া শুরু হয়েছে৷ তিনি জানান, খুব শীঘ্রই রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বকেয়া বিদ্যুৎ বিল মিটিয়ে দেওয়া সম্ভব হবে৷ অবশ্য বকেয়া বিদ্যুৎ বিলের যা পরিমাণ তাতে সময়মতো বিল মিটিয়ে না দেওয়ায় জরিমানাও রয়েছে৷
এদিকে, আগরতলা শহরে নতুন স্মার্ট গ্রিড চালু হচ্ছে বলে বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন৷ নতুন এই স্কিমে ভোক্তার অ্যাকাউন্টে নির্ধারিত অর্থ রাশি অতিক্রম করলেই সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে যাবে৷ তাতে বিদ্যুৎ বিল বকেয়া কমানো সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন৷ এই স্কিম সম্বন্ধে তিনি জানান, দেশে মোট তিনটি শহরের জন্য অনুমোদন মিলেছে৷ তার মধ্যে আগরতলাও রয়েছে৷ কেন্দ্রীয় সরকারের কাছে এবিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল৷ সম্প্রতি কেন্দ্রীয় সরকার এর অনুমোদন দিয়েছে৷ আশা করা  হচ্ছে, আগামী এপ্রিল মাস থেকে এই স্কিমে কাজ শুরু হয়ে যাবে৷ সে মোতাবেক এক বছরের মধ্যেই স্মাট গ্রিড চালু করা সম্ভব হবে বলে বিদ্যুৎমন্ত্রী আশা ব্যক্ত করেছেন৷ তিনি জানান, এই স্কিমে কেন্দ্রীয় সরকার ৮০ কোটি  টাকা বরাদ্দ করেছে৷ এই স্কিম কার্যকর করার জন্য এজেন্সিও নির্ধারিত হয়েছে৷ আগরতলা শহরে মোট ৪৬ হাজার ভোক্তা এই স্কিমের আওতায় আসবে বলে বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন৷
এদিকে, সম্প্রতি অমরপুরের সরবং গ্রাম এবং চড়িলামে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুজনের মৃত্যু এবং কয়েকজন আহত হওয়ার ঘটনায় তদন্ত ক্রমে বেরিয়ে এসেছে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের ফলেই ঘটনাগুলি ঘটেছে৷ বিদ্যুৎ নিগমের তরফে জানানো হয়েছে, গত ১ জানুয়ারি অমরপুরের সরবং গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজনের মৃত্যু এবং তিনজন আহত হওয়ার ঘটনার পেছনে হুক লাইনের মাধ্যমে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারই দায়ি৷ পাশাপাশি চড়িলামও অবৈধভাবে বৈদ্যুতিক সরঞ্জামের বিদ্যুৎ সংযোগ স্থাপন করে সংস্পর্শে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আরো একজন মারা যান৷ নিগম উভয় ঘটনা সরজমিনে তদন্ত করে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের ফলেই ঘটনাগুলি ঘটেছে বলে জানিয়েছে৷ দুটি ঘটনার তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণের জন্য নিগমের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় মামলাও করা হয়েছে৷ এই ধরনের অনভিপ্রেত ঘটনা যাতে আগামী দিনে না ঘটে তার জন্য অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার জন্য নিগম আহ্বান জানিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *