BRAKING NEWS

বাংলা ভাষা ব্যবহার সহ বিভিন্ন দাবীতে আগরতলা রেল স্টেশনে ডেপুটেশন বাঙালী ছাত্র যুব সমাজের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷আগরতলা রেল স্টেশনে টিকিট কাউন্টারের সংখ্যা বাড়ানো, সেই সাথে টিকিটে বাংলা ভাষার প্রয়োগ

রেল টিকিটে বাংলা ভাষা প্রয়োগ করা সহ বিভিন্ন দাবীতে আমরা বাঙালী ছাত্র ও যুব সমাজ শনিবার আগরতলা রেল স্টেশনে গণডেপুটেশ দিয়েছে৷ ছবি নিজস্ব৷

করা সহ বিভিন্ন দাবীতে শনিবার আগরতলা রেল স্টেশনের স্টেশন মাস্টারের কাছে গণডেপুটেশন দিয়েছে আমরা বাঙালী ছাত্র ও যুব সমাজ৷ এদিন, সংগঠনের তরফ থেকে রেল স্টেশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে৷ তাদের অভিযোগ রাজ্যের সত্তর শতাংশ জনগণ বাংলা ভাষাভাষী৷ রাজ্যের বিভিন্ন স্টেশনে বাংলা ভাষায় ঘোষণা দেওয়া প্রয়োজন৷ সেই সাথে বিভিন্ন বিজ্ঞপ্তি প্রদর্শনও বাংলা ভাষাতেই করতে হবে৷ তাছাড়া সংগঠনের তরফ থেকে দাবী করা হয়েছে স্থানীয় বেকার যুবক যুবতীদের রেল বিভাগে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে৷ আসামে এনআরসির প্রভাবে বহু বাঙালীর ভবিষ্যৎ অন্ধকারের পথে চলে যাচ্ছে৷ ত্রিপুরাতে রেল বিভাগে অসমীয়া ভাষা রেল টিকিটে ব্যবহার করা কোন ভাবেই বরদাস্ত করা হবে না৷ তাই অবিলম্বে বাংলা ভাষার ব্যবহার করার জন্য আমরা বাঙালী ছাত্র ও যুব সমাজের তরফ থেকে আগরতলা রেল স্টেশন মাস্টারের কাছে দাবী জানানো হয়েছে৷

প্রসঙ্গত, আগরতলা রেল স্টেশনে টিকিট কাউন্টারের সংখ্যা কম থাকায় অনেক সময় যাত্রী সাধারণকে চরম হয়রানির শিকার হতে হচ্ছে৷ তাছাড়া প্লেটফর্ম টিকেটের নিয়ম চালু করেছে৷ কিন্তু, দেখা যাচ্ছে স্টেশনে প্লেটফর্ম টিকিট কাউন্টারের কোন ব্যবস্থা নেই৷ তাতে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রী সাধারণকে৷ অবিলম্বে রেল স্টেশনের বিভিন্ন পরিষেবা সঠিক ভাবে দেওয়ার জন্য জনগণের তরফ থেকে দাবী উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *