কমলাসাগর দুই বাইকের সংঘর্ষে আহত পাঁচ যুবক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৩ মার্চ৷৷ কমলাসাগর বিধানসভা লেম্বুতলি এলাকায় দুইটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ৫, গুরুতর ৩৷ ঘটনার বিবরণে জানা যায় মধুপুর দিক থেকে আসা একটি বাইক নিয়ে টিএসআর জোওয়ান টিআর- ০১- এল ৫৪৬৮ নম্বরের বাইক এবং অন্যদিকে রাস্তারমাথার দিক থেকে যাওয়া এবং মধুপুরের উদ্দেশ্যে একটি বাইর্কে মধ্যে চারজন টিআর০১এএফ৫২২০ দ্রুতবেগে থাকার দরুন মুখোমুখি সংঘর্ষ হয়৷


দুইটি বাইকে সর্বমোট ৬ জন থাকলেও একজন বাইক থেকে উল্টে পড়ে বেঁচে যায় কোন রকমে৷ কিন্তু অন্য পাঁচজন ছিটকে পড়ে আহত হয়৷ যার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক৷ কারোর মাথা পুরোপুরি ফেটে যায় আবার কারোর একটি পা আলাদা হয়ে যায়৷ এলাকার জনগণ এগিয়ে এসে তাদের সেখান থেকে উদ্ধার করে বিশালগড় অগ্ণিনির্বাপক দপ্তরে খবর দিলে দ্রুত তাদেরকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷


পরবর্তী সময়ে তাদেরকে অর্থাৎ পাঁচজনকে জিবিপি তে রেফার করা হয়৷ তাদের পরিচয় পাওয়া যায়নি৷ এদিকে চারজন একটি বাইকে থাকা জনজাতি অংশের যুবক দুইজনের বাড়ি ভাটিবাড়ী এলাকায়৷ অপর দুই জনের বাড়ি লেম্বুতলি এলাকায়৷অন্যদিকে একটি বাইকে থাকা দুইজন টিএসআর কিন্তু তাদের নাম জানা যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *