ত্রিপুরার অংশ হতে পেরে আমি গর্বিত, ভোটার দিবসে জানালেন রাজ্যপাল

আগরতলা, ২৫ জানুয়ারি (হি.স.)৷৷ ত্রিপুরায় বিগত নির্বাচনগুলিতে ভোটারদের ভোটদানের হার বেড়েছে৷ গত বিধানসভা নির্বাচনে ৯১.৬১ শতাংশ এবং লোকসভা নির্বাচনে ৮২.২৩ শতাংশ ভোটদাতা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন৷ তাই, ত্রিপুরার অংশ হতে পেরে আমি গর্বিত৷ আজ সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে একাদশ জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করে এ-কথা বলেন রাজ্যপাল রমেশ বৈস৷ এ-বছর ভোটার দিবসে মূল ভাবনা হল ভোটারদের অধিকার দেওয়া, সজাগ করা, নিরাপদ এবং ওয়াকিবহাল করা৷ ত্রিপুরার প্রখ্যাত জাতীয় প্যারা সুইমার সমীর বর্মন বাংলায় এবং রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক ইংরেজি এবং হিন্দিতে জাতীয় ভোটার দিবসের শপথ বাক্য পাঠ করান৷

এদিন বক্তব্য পেশ করতে গিয়ে রাজ্যপাল বলেন, আমাদের দেশ পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র৷ আমরা গর্বিত, স্বাধীনতা লাভের পর থেকেই দেশে নিয়মিত অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়ে আসছে৷ ভারতের নির্বাচন কমিশন আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় একটি স্তম্ভের মতো৷ তারা যোগ্যতার সঙ্গেই দেশে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করছে৷ রাজ্যপালের কথায়, ভারতের নির্বাচন কমিশন সামাজিক সমর্থন এবং ভোটারদের অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে চায়৷ রাজ্যপাল সব রাজনৈতিক দল, সংস্থা, সংগঠন এবং সচেতন নাগরিকদের কাছে আহ্বান জানান, নির্বাচনের সময় তাঁরা যেন ভোটারদের নৈতিকতার বিষয়ে উৎসাহিত করেন, অবগত করেন৷

অনুষ্ঠানে রাজ্যপাল ইলেকশন অ্যাওয়ারনেস ক্যালেন্ডার- ২০২১-এর আনুষ্ঠানিক প্রকাশ করেন৷ তিনি প্যারা সুইমার সমীর বর্মনকে সম্মাননা প্রদান করেছেন৷ রাজ্যপাল এবং অতিথিগণ রাজ্যভিত্তিক ইলেকশন কুইজে বিজয়ীদের পুরসৃকত করেন৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তি৷ স্টেট ইলেকশন কমিশনার এমএল দে, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডা. শৈলেশ যাদব, অতিরিক্ত জেলাশাসক তরুণ দেববর্মা, অতিরিক্ত সিইও উষাজেন মগ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ রাজ্য নির্বাচন কমিশন আয়োজিত এই অনুষ্ঠানে নতুন ভোটারদের হাতে আনুষ্ঠানিকভাবে সচিত্র ভোটার পরিচয়পত্র তুলে দেওয়া হয়৷ মুখ্য নির্বাচন আধিকারিক বলেন, ২০১১ সালের ২৫ জানুয়ারি প্রথম ভোটার দিবস পালিত হয়৷ এই দিনটি ভোটারদের প্রতি উৎসর্গীকৃত এবং আমাদের সাংবিধানিক অধিকারের কথা স্মরণ করিয়ে দেয়৷ তিনি জানান, ভারতের নির্বাচন কমিশন সারা দেশে ই-এপিক পদ্ধতি চালু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *