
উল্লেখনীয় ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে মেজর গগৈয়ের বিরুদ্ধে কোর্ট অফ ইনকোয়েরি গঠন করা হয়। শ্রীনগর হোটেল ঝগড়া কাণ্ডে তার বিরুদ্ধে কেস দায়ের করা হয়। সেনাপ্রধান বিপিন রাওয়াত দাবি করেছেন, অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে মেজর গগৈ।
Designed using Magazine News Byte. Powered by WordPress.