BRAKING NEWS

অবশেষে নাসা হদিশ পেল মহাকাশে হারিয়ে যাওয়া চন্দ্রযান-১এর

ওয়াশিংটন, ১০ মার্চ (হি.স.) : অবশেষে ভারতের হারিয়ে যাওয়া মহাকাশ যান চন্দ্রযান-১ এর সন্ধান মিলল| বিশাল মহাকাশ থেকে ভারতের ওই মহাকাশ যানটিকে খুঁজে বের করল নাসা| ২০০৯ সালের ৯ অগাস্ট থেকে এটির সঙ্গে আর যোগাযোগ করতে পারছিল না ইসরো | ২০০৮ সালের ২২ অক্টোবর চাঁদে পাঠানো এই মহাকাশ যানটিকে|
নাসা-র রেডার বিজ্ঞানী মারিনা ব্রোঝোভিক জানিয়েছেন, চন্দ্রযান-১ এর দেখা মিলেছে চাঁদের কক্ষপথে| নাসার টেলিস্কোপেই ওই চন্দ্রযানের ছবি ধরা পড়েছে| চন্দ্রযানের খুঁজে পাওয়া অনেকটাই কঠিন ছিল বলে জানিয়েছেন মারিনা| কারণ চন্দ্রযান-১ এর আকার বেশ ছোট | আয়তন পাঁচ ঘনফুট | ফলে তাকে খুঁজে পাওয়া বেশ কঠিন ছিল | শেষপর‌্যন্ত ক্যালিফোর্নিয়ায় বসানো ৭০ মিটার লম্বা একটি আধুনিক টেলিস্কোপ ব্যবহার করে চন্দ্রযান-১ কে খুঁজে পাওয়া যায়|
২০০৮ সালে চাঁদে অভিযান চালায় ভারত | অক্টোবরের ২২ তারিখে পাঠানো হয় চন্দ্রযান-১| দূরনিয়ন্ত্রিত ওই উপগ্রহটির ওজন ছিল ১,৩৮০ কেজি| উপগ্রহটি পাঠাতে খরচ হয়েছিল ৫৭ মিলিয়ম মার্কিন ডলার| চাঁদের কক্ষপথ থেকে চাঁদকে পর‌্যবেক্ষণ করার জন্যই ওই উপগ্রহটি পাঠানো হয় | চাঁদের মাটিতে জলের কোনও অস্তিত্ব রয়েছে কিনা তাও খুঁজে দেখার দায়িত্বে ছিল চন্দ্রযান এর| যতদিন এটি সক্রিয় ছিল ততদিনই এটি চন্দ্রপৃষ্ঠের একের পর এক ছবি সহ অন্যান্য তথ্য পাঠিয়ে গেছে | পরে হঠাত্ করে এটি বিকল হয়ে যায়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *