কেন্দ্রের সঙ্গে স্বাক্ষরিত শান্তিচুক্তি নাগাদের সংহতিকে বৈধতা দিয়েছে, দাবি এনএসসিএন (আইএম)-এর

কোহিমা (নাগাল্যান্ড), ২৭ ফেব্রুয়ারি, (হি.স.) : কেন্দ্রের সঙ্গে স্বাক্ষরিত ‘শান্তিচুক্তি নাগাদের সংহতিকে বৈধতা’ দিয়েছে বলে দাবি করেছে নাগাল্যান্ডের উগ্রপন্থী সংগঠন এনএসসিএন (আইএম)। এক বিবৃতি জারি করে এনএসসিএন (আইএম) বলেছে, তাদের সঙ্গে ঐতিহাসিক শান্তিচুক্তিতে স্বাক্ষর করে বৃহত্তর নাগালিমের ধারণাটিকে বৈধতা দেওয়া হয়েছে। এতে মণিপুর-সহ অসমে বসবাসকারী নাগা অধ্যুষিত এলাকাকে সন্নিবিষ্ট করার কথাও স্বীকার করা হয়েছে।

বিবৃতিতে কেন্দ্র এবং উগ্রপন্থী সংগঠনটির সঙ্গে স্বাক্ষরিত শান্তিচুক্তি প্রক্রিয়া সম্পর্কে কতিপয় স্বার্থান্বেষী লোক সাধারণ মানুষকে বিপথে পরিচালিত করার অভিযোগও তোলা হয়েছে। তাছাড়া, কেন্দ্রীয় সরকারও নতুন করে ‘নাগাদের জন্য নাগাল্যান্ড’ শীর্ষক এক ধারণা জনমনে জাগানোর চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে এনএসসিএন (আইএম)।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত শনিবার পশ্চিম ইমফলে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে নাগাদের সঙ্গে স্বাক্ষরিত শান্তিচুক্তি মণিপুরের স্বার্থ বা সংহতি বিঘ্নিত হবে না বলে জানিয়েছিলেন। এর আগে ১৯ তারিখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও ২০১৫ সালের আগস্টে উগ্রপন্থী সংগঠন এনএসসিএন (আইএম)-এর সঙ্গে স্বাক্ষরিত শান্তিচুক্তিতে মণিপুরের কথা কোথাও উল্লেখ নেই বলে তাঁর ভাষণে স্পষ্ট করে দিয়েছিলেন। তাছাড়া, কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরও এই শান্তিচুক্তি মণিপুরের কোনও অনিষ্ট বা সংহতিতে ব্যাঘাত হানবে না বলে স্পষ্ট করে দিয়েছেন এক সাংবাদিক সম্মেলনে।

প্রসঙ্গত, এনএসসিএন (আইএম) এবং কেন্দ্রের মধ্য স্বাক্ষরিত শান্তিচুক্তিটি প্রকাশ্যে আনতে মণিপুরের কয়েকটি ছাত্র সংগঠন দাবি জানিয়ে আসছে। এই পরিস্থিতিতে আসন্ন মণিপুর বিধানসভা নির্বাচনেও বিষয়টি এক অন্য মাত্রা পেয়েছে। কংগ্রেস-সহ বিজেপি-বিরোধী দলগুলি এই নাগা শান্তিচুক্তিটি মণিপুরের সংহতি নষ্ট করবে বলে বেজায় প্রচার চালাচ্ছে। এ নিয়ে জোরদার প্রচারও চালিয়ে মণিপুরের রাজনীতির পরিমণ্ডল উত্তপ্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *