নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ ফেব্রুয়ারী৷৷ রবিবার বিকালে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন বিশালগড়ে ঝটিকা সফরে আসেন৷ তৃণমূলে যোগ দেওয়ার পর এটাই ছিল তাঁর প্রথম বিশালগড় সফর৷ বিশালগড় বিধানসভা কেন্দ্রের চারটি বুথে কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করেন তিনি৷ কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে৷ প্রতিটি বুথের সভাপতি ও বিএলওদের সঙ্গে আলোচনা করেন৷ আলোচনা করেন স্থানীয় নেতৃত্বদের সাথেও৷ আলোচনার পর শ্রীবর্মন দলীয় কর্মী সমর্থকদের মাঠে নামার জন্য বলেন৷ নবীনগর, চেলিখলা, কদমতলী ও মুড়াবাড়ি এই চারটি এলাকায় প্রায় তিন ঘন্টা সময় ব্যয় করেছেন তিনি৷ সমীর রঞ্জন বর্মণের বিশালগড়ে সফরের প্রেক্ষিতে এলাকায় অন্যান্য রাজনৈতিক দলগুলির তৎপরতা শুরু হয়ে গিয়েছে৷
2017-02-27