নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৫ ফেব্রুয়ারী৷৷ কল্যাণপুর থানা এলাকায় বাগানবাজার গ্রামের বাসিন্দা দেবু দেবের স্ত্রী রিঙ্কু মজুমদার অন্যান্য দিনের মতো রান্না করতে গেলে ঘটে বিপত্তি৷ অগ্ণিদগ্দ হয়ে তিনি হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন৷
সংবাদে প্রকাশ, সাত মাস আগে উদয়পুরের রিঙ্কু মজুমদারকে বিয়ে করে দেবু৷ বিয়ের পর থেকেই সংসারে ঝামেলা ছিল৷ দেবু মদমত্ত অবস্থায় প্রায় সময়ই রিঙ্কুর উপর নির্যাতন করত বলে এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে৷ শনিবার সকাল দশটা নাগাদ নিজ বাড়িতে রান্না ঘরে অগ্ণিদগ্দ হন রিঙ্কু৷ তার শীররের আশি শতাংশ পুড়ে গিয়েছে৷ খবর দেওয়া হয় অগ্ণিনির্বাপক অফিসে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অগ্ণিদগ্দ রিঙ্কুকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে তাকে আগরতলায় জি বি হাসপাতালে রেফার করে দেয়া হয়৷ গৃহবধূ অগ্ণিদগ্দ হওয়ার ঘটনাকে ঘিরে বিভিন্ন প্রশ্ণ উঠেছে৷ গৃহবধূ কি নিজেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন, নাকি তাকে হত্যার লক্ষে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে৷ কল্যাণপুর থানার পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে৷
2017-02-26