বিহার স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, ধৃত চেয়ারম্যান সুধীর কুমার

পাটনা, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): বিহার স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় গ্রেফতার করা হল সিনিয়র আইএএস অফিসার সুধীর কুমারকে| পাটনা জোনাল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) এন এইচ খান জানিয়েছেন, স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিহার স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান সুধীর কুমারকে| তবে শুধু সুধীর কুমারই নন, প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় আরও ৪ জনকে গ্রেফতার করেছে বিশেষ তদন্তকারী দল (সিট)| পুলিশ সূত্রের খবর, ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলা থেকে সুধীর কুমার সহ ৫ জনকে গ্রেফতার করেছে সিট| ধৃতদের মধ্যে ২ জন হলেন সুধীর কুমারের ভাইপো|
লক্ষ্যণীয়ভাবে, প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই গত ৮ ফেব্রুয়ারি স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষা বাতিল করে দেয় বিহার সরকার|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *