মুম্বই, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : পাঁচ বছরের শিশু কন্যার সৌজন্যে শিকে ছিঁড়ল বিজেপির মুখপাত্র অতুল শাহ-এর | গতকাল বৃহন্মুম্বই পুরনিগমের ২২০ নম্বর ওয়ার্ডে ভোটগণনার পর দেখা যায়, মহারাষ্ট্র বিজেপির মুখপাত্র অতুল শাহ ও শিবসেনার সুরেন্দ্র বাগলকর- দুজনেই ৫,৪৯৬টি করে ভোট পেয়েছেন| তিন তিনবার পুনর্গণনার পরেও ফল সেই এক| তখন করা হয় লটারি| শিকে ছিঁড়ল পদ্মফুলের ভাগ্যে|
ভোট দানের অধিকার পেতে এখনও ১৩ বছর বাকি থাকলেও গতকাল বৃহন্মুম্বই পুরনিগমের ২২০ নম্বর ওয়ার্ডে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে| শিবসেনা, বিজেপি- দুদলের প্রার্থীই পান সমসংখ্যক ভোট| বাধ্য হয়ে নেওয়া হল এক ৫ বছরের মেয়ের সাহায্য| চিরকুটে দুই প্রার্থীর নাম লিখে রাখা হয় ৫ বছরের ঐশিকা সালুঙ্খের সামনে| সে তুলে নেয় বিজেপি প্রার্থীর নাম লেখা চিরকুট| ঐশিকার ভোটেই ঠিক হয়ে গেল ২২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার|
2017-02-24