এবারের বাজেট রাজ্যের শিক্ষক কর্মচারীদের হতাশ করেছে, অভিযোগ ফেডারেশনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী৷৷ রাজ্য বিধানসভায় রাজ্যের অর্থমন্ত্রী ভানুলাল সাহা যে বাজেট প্রস্তাব পেশ করেছেন তা রাজ্যের সর্বস্তরের শিক্ষক কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের হতাশ করেছে বলে মন্তব্য করেছে ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়িস ফেডারেশন৷
সংগঠনের তরফ থেকে দাবী করা হয়েছে, আগামী অর্থ বছরে ২০০০ কোটি টাকা বরাদ্দ করলে ৪০ শতাংশ বৃদ্ধি হবে৷ ২০০৮ সালে পে রিভিউ করে ৩৫ শতাংশ বেতন বৃদ্ধি করা হয়েছিল৷ সংগঠনের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে রাজ্যের অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, কর্মচারীদের বেতন ভাতা সংশোধনের জন্য কোন বেতন কমিশন বসানো হবে না, এমনকি বেতন পর্যালোচনা কমিটিও গঠন করা হবে না৷ অর্থমন্ত্রী আরও বলেন কেন্দ্রীয় সরকার অধিক অর্থ বরাদ্দ না করায় রাজ্যের শিক্ষক কর্মচারীদের কেন্দ্রীয় বেতনক্রম দেওয়া সম্ভব নয়৷ রাজ্য অর্থ দপ্তর শিক্ষক কর্মচারীদের বেতনভাতা সংশোধন করবে, তার জন্য আগামী অর্থবছরের জন্য কর্মচারী খাতে বাড়তি ৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে৷ তা দিয়েই রাজ্য অর্থ দপ্তর আগামী এপ্রিল মাস থেকে কর্মচারীদের বর্ধিত বেতন দেবার সিদ্ধান্ত কার্যকর করবে৷ রাজ্য অর্থমন্ত্রীর এই ঘোষণার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সরকারী কর্মচারী ফেডারেশন৷ সংগঠনের বক্তব্য আগামী অর্থবর্ষে শিক্ষক কর্মচারীদের বেতন ও পেনশন বাবদ যেখানে প্রায় ৬০০০ কোটি টাকা খরচ হবে সেখানে অতিরিক্ত ৬০০ কােটি টাকায় কর্মচারীদের বেতন ও পেনশন স্বাভাবিক ভাবেই ১০ শতাংশের বেশী বাড়ানো সম্ভব নয়৷ অর্থমন্ত্রীর এই ঘোষণা আগামীদিনে শিক্ষক কর্মচারীদের বঞ্চনা জিইয়ে রাখার নীল নক্সা বলে মন্তব্য করেছে ফেডারেশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *