নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২১ ফেব্রুয়ারী৷৷ নিজের ঘরে আগুন ধরিয়ে দিয়ে মারা গেল মদ্যপ ব্যক্তি৷ ঘটনাটি ঘটেছে
![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/02/Fire-300x225.jpg)
সেকেরকোটের নেতাজী সুভাষ কলোনীতে সোমবার রাতে৷ মৃত ব্যক্তির নাম অর্জুন দাস৷ বয়স চল্লিশ৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
সংবাদে প্রকাশ, অর্জুন দাস প্রতিদিনই মদ্যপান করে বাড়িতে ফিরে৷ সোমবার রাতেও আকন্ঠ মদ্যপান করে বাড়িতে যায়৷ মদের নেশা বুঁদ হয়ে নিজেই ঘরের মধ্যে আগুন ধরিয়ে দেয়ে৷ তখন ঘরেই ছিল স্ত্রী ও পুত্র৷ তারা দৌড়ে বেড়িয়ে গিয়ে প্রতিবেশীদের ডেকে আনেন৷ স্ত্রী দিপালী দাস প্রতিবেশীদের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে করতে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে৷ আগুন বিস্ফোরিত হয় একটি গ্যাস সিলিন্ডার৷ তাতে আগুন দ্রুত ছড়িয়ে যায়৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় বিশালগড় ফায়ার স্টেশনে৷ ফায়ার সার্ভিসের ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই ঘর পুড়ে যায়৷ খবর পেয়ে সেখানে পৌঁছে বিশালগড় থানার পুলিশ৷ ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে চলে যায়৷ এদিকে, রাতে অর্জুন দাসের আর কোন সন্ধান পাওয়া যায়নি৷ বিভিন্ন স্থানে খোঁজ খবর করা হয়েছে৷ পরিবারের লোকজনের ধারণা ছিল আগুন লাগানোর পর হয়তো পালিয়ে আত্মগোপন করেছে গৃহস্বামী অর্জুন দাস৷ এদিকে, মঙ্গলবার সকালে আমতলী থানার পুলিশ ফের ঐ বাড়িতে যায়৷ পুড়ে যাওয়া সামগ্রী ছাঁই ভষ্ম ঘাটাঘাটি করার সময় দেখা যায় একটি পুরে যাওয়া দেহ পড়ে রয়েছে৷ তাতেই আন্দাজ করা হয় যে পুড়ে যাওয়া মৃতদেহটি গৃহস্বামী অর্জুন দাসেরই৷ মৃতদেহ সনাক্ত হওয়ার পর স্ত্রী দিপালী দাস কান্নায় ভেঙ্গে পড়েন৷ পুলিশ একটি মামলা নিয়েছে৷ এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷