কোহিমা (নাগাল্যান্ড), ২০ ফেব্রুয়ারি, (হি.স.) : আগামীকাল বুধবার শপথ নেবেন নাগাল্যান্ডের নতুন মুখ্যমন্ত্রী ড. শুরহোজেলি লেইজেৎসু্। এদিন সকাল এগারোটায় তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল পদ্মনাভ বালাকৃষ্ণ আচার্য।
ক্ষমতাসীন ‘ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স অব নাগাল্যান্ড’ (ডিএএন)-এর বিধান পরিষদীয় নেতা নির্বাচিত হয়ে তাঁকে সরকার গড়ার অনুমতি দিতে গতকাল সোমবার বিকেলে রাজ্যপালের সঙ্গে দেখা করে তাঁর হাতে এ সংক্রান্ত এক চিঠি দিয়েছিলেন শুরহোজেলি। সেই অনুসারে দিন-ক্ষণ ঠিক করে বুধবারকেই শুভ দিন হেসেবে বেছে নিয়েছেন শুরহোজলি।
উল্লেখ্য, ড. শুরহোজেলি লেইজেৎসু্ নাগাল্যান্ডের সপ্তদশ এবং ডিএএন জোটের তৃতীয় মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত এর আগে গতকাল শপথ গ্রহণের দিন শনিবার বলে জানানো হয়েছিল।
2017-02-21