জালাউন, ২০ ফেব্রুয়ারি (হি.স.): গত ৮ নভেম্বর মধ্যরাত থেকে নোট বাতিলের পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সুপ্রিমো মায়াবতী| এবার সেই মায়াবাতীকেই আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সোমবার ৱুন্দেলখণ্ড অঞ্চলের জালাউনে নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| জনসভা থেকে মায়াবতীকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘বেহেনজি (মায়াবতী) অভিযোগ করেছেন সরকার প্রস্তুত ছিল না….সত্যিই কি সরকার প্রস্তুত ছিল না, নাকি আপনি প্রস্তুত ছিলেন না….. তিনি বলেছিলেন (নোট বাতিলের প্রাক্কালে) এক সপ্তাহ সময় দেওয়া উচিত….একই কথা বলেছিলেন মুলায়মও|’
এরপরই মায়াবতীকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘বিএসপি এখন আর বহুজন সমাজ পার্টি নেই, আসলে বহুজন তো মায়াবতীর সঙ্গে মিশে গিয়েছে..বিএসপি এখন হল বেহেনজি সম্পত্তি পার্টি|’ শুধু মায়াবাতীই নন, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আক্রমণ করেছেন কংগ্রেস ও সমাজবাদী পার্টিকেও|
2017-02-20