আজমের, ২০ ফেব্রুয়ারি (হি.স.): সুফি সন্ত খাজা মঈনুদ্দিন চিস্তির দরগায় প্রার্থনা করলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এ আর রহমান| সোমবার আজমের শরিফে পুষ্পশোভিত শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন অস্কার বিজয়ী সুরকার এ আর রহমান| আজমের শরিফে রহমানের সফরকে ঘিরে জনতার ব্যাপক ভিড় ছিল| পরিস্থিতি মোকাবলিয়া মোতায়েন ছিল পুলিশও| গুমবাদ শরীফে চিস্তির কবরের কাছে দীর্ঘক্ষণ উপস্থিত ছিলেন রহমান| তবে এই প্রথম নয়, এর আগেও বহুবার আজমের শরিফে এসেছিলেন সুরকার এ আর রহমান|
2017-02-20