মরিগাঁওয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘৰ্ষে হত তিন, জখম দুই

মরিগাঁও (অসম), ১৯ ফেব্রুয়ারি, (হি.স.) : মধ্য অসমের মরিগাঁওয়ের বঘরায় মাছ বোঝাই ও বালি বোঝাই দুই ট্ৰাকের মুখোমুখি সংঘৰ্ষে ঘটনাস্থলেই মারা গিয়েছেন জনৈক আলি, মহিবুর রহমান ও জিয়াবুর রহমান। এ ঘটনায় গুরুতরভাবে আহত দু-জনের মধ্যে মইনুল হকের অবস্থা সংকটজনক। তাঁদের দুজনকেই হাসপাতেল ভরতি করা হয়েছে। ঘটনা গতকাল শনিবার রাতে সংঘটিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *