১৮ ফেব্রুয়ারী থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের এডমিট কার্ড বিতরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারি৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষৎ অনুমোদিত সকল মাধ্যমিক, উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ও মাদ্রাসার প্রধানদের জানানো হচ্ছে যে, ২০১৭ সালের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসা পরীক্ষার এডমিট কার্ড ও এটেনডেন্স সীর্ট আগামী ১৮ -০২-২০ ১৭, ২০-০২-২০১৭ এবং ২২-০২-২০১৭ ( সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিতরণ করা হবে৷
সংশ্লিষ্ট সকল বিদ্যালয় এবং মাদ্রাসার কর্তৃপক্ষের অনুরোধ করা হচ্ছে, তারা যেন নির্ধারিত সময়ে পর্ষদের দপ্তর থেকে এডমিক কার্ড ও এনেটডেন্স সীর্ট সংগ্রহ করেন৷ উল্লেখ করা যাচ্ছে যে, বিদ্যালয়/মাদ্রাসা প্রধানরা নিজে না এলে এমডিম কার্ড ও এটেনডেন্স সীর্ট নেওয়ার জন্য তাদের প্রতিনিধিদের বিদ্যালয়ে প্রধানদের অনুমতিপত্র পেশ করতে হবে৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব এক প্লেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *