নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারি৷৷ ট্রাকের দড়ি ছিড়ে পাইপের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন এক শ্রমিক৷ বুধবার রাত আনুমানিক দশটা নাগাদ শান্তিমারা এলাকায় পাইপের নিচে চাপা পড়ে আহত হন দুর্গাবাড়ি এলাকার বাসিন্দা সুদীপ দেবনাথ (২৮)৷ জানা গেছে, বড়জলার টিআরটিসির সামনে থেকে ট্রাক বোঝাই ডিপটিউবওয়েলের পাইপ নিয়ে যাওয়া হয় শান্তিমারা এলাকায়৷ সেখানে গিয়ে ট্রাক থেকে পাইপ নামানোর সময় দড়ি ছিড়ে সমস্ত পাইপ তার উপর পড়ে৷ পাইপের নিচে চাপা পড়তেই খবর দেওয়া হয় মহারাজগঞ্জ বাজার দমকল বাহিনীকে৷ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করেন৷ বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷
2017-02-17