নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারি৷৷ দুর্ঘটনায় এক শিশু গুরুতর আহত হয়েছে৷ বৃহস্পতিবার খোয়াইয়ের চিংরাই বাড়ি এলাকায় বাইসাইকেল চালক গোবিন্দ রূপিনী(১০) মারুতি গাড়ির সাথে সংঘর্ষে গুরুতর আহত হয়ে বর্তমানে জিবি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন৷
জানা গেছে, এদিন খোয়াইয়ের চিংরাই বাড়ি এলাকায় সকালে বাবার দোকানে গিয়েছিল গোবিন্দ রূপিনী৷ বাইসাইকেলে করে বাড়ি ফেরার পথে মারুতি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়৷ গাড়িটি তাকে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ স্থানীয় জনগণ দৌড়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন৷ এখনো তার বিপদ কাটেনি বলে হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন৷
2017-02-17