নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৫ ফেব্রুয়ারী৷৷ নৌকা উল্টে এক যুবকের মৃত্যু হয়েছে৷ গুরুতর জখম হয়েছেন দুইজন৷ ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মহারাণী এলাকায় গোমতী নদীতে৷ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে৷
সংবাদে প্রকাশ, এদিন মহারণীর গাঙেরটিলা এলাকায় চলছিল রেগা প্রকল্পের কাজ৷ শ্রমিকরা কাজ শেষে শ্রমিকরা একটি নৌকায় করে এপাড়ে আসছিল৷ ঐ নৌকাতে মাত্রতিরিক্ত সওয়ারী নেওয়া হয়েছিল৷ মোট ১৬ জন ছিলেন নৌকাটিতে৷ নৌকাটি মহারণী এলাকায় গোমতী নদীতে প্রায় চল্লিশ মিটার গভীর এলাকায় পৌঁছতেই আচমকা উল্টে যায়৷ তাতে প্রত্যেকেই জলে ডুবে যায়৷ তারপর কোনও রকমে ১৩ জন সাঁতার কেটে পাড়ে চলে যায়৷ বাকি তিনজন জলে ডুবে যায়৷ এর মধ্যে একজন মহিলাও রয়েছেন৷ এদিকে, এই ঘটনার খবর পেয়ে পাশের আধা সামরিক বাহিনীর জওয়ানরা পৌঁছেন৷ তারা নদীতে নেমে তল্লাসী চালাতে থাকে৷ অজ্ঞান অবস্থায় জিআরএস চিত্ত দাসকে উদ্ধার করা হয়৷ সেই সঙ্গে উদ্ধার করা হয় ঐ মহিলা শ্রমিককেও৷ কিন্তু অপর এক যুবকের কোন হদিশ পাওয়া যায়নি৷ আহত দুইজনকে স্থানীয় প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাদেরকে জি বি হাসপাতালে রেফার করা হয়৷ বর্তমানে জিবি হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন৷ তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে৷ অন্যদিকে, নিখোঁজ অপর এক শ্রমিককে উদ্ধার করার জন্য সেখানে নামানো হয় ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীদের৷ সেই সাথে নদীতে ডুবুরীও নামানো হয়৷ প্রায় দুই ঘন্টা তল্লাসী চালানোর পর ঐ যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়৷ নিহত যুবকের নাম প্রীতম শর্মী৷ বাড়ি ঐ এলাকাতেই৷ ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছেন গোমতী জেলার পুলিশ সুপার সরস্বতী আর, এসডিপিও রাজেন্দ্র দত্ত, আর কে পুর থানার ওসি মিলন দত্ত সহ সাধারণ প্রশাসনের অন্যান্য অধিকারীকরা৷ ঘটনার খবরে গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ প্রীতম শর্মার মর্মান্তিক মৃত্যুতে এলাকাবাসী শোকাহত৷ প্রীতমের পরিবারের তরফ থেকে প্রশাসনের কাছে আর্থিক সহায়তা দাবী করা হয়েছে বলে জানা গিয়েছে৷
2017-02-16