নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : সন্ত্রাসবাদ নিয়ে ফের পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিল ভারত| পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিয়ে বলা হয়েছে, সন্ত্রাসবাদের আঁতুড়ঘরে তালা লাগাতে হবে পাকিস্তানকে| তাহলেই পাকিস্তানের সঙ্গে ভারত আলোচনায় বসবে| সুর চড়িয়ে পাকিস্তানকে সতর্ক করলেন ভারতের বিদেশ সচিব জয়শঙ্কর| মঙ্গলবার সকালেই পাক জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইতে শহিদ হয়েছেন তিন জওয়ান| এদিনই পাকিস্তানকে হুঁশিয়ারির বার্তা দিয়েছেন জয়শঙ্কর|
ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান| চিনা-পাক অর্থনীতিক করিডরে যোগ দিক ভারত, তাহলেই আঞ্চলিক শান্তি বজায় থাকবে| সম্প্রতি পাকিস্তানের কাছ থেকে এমনই বার্তা আসতে শুরু করেছে| তবে স্বরাষ্ট্রমন্ত্রকের মতে, একদিকে শান্তি ও আলোচনার কথা মুখে বলেও পাকিস্তান যে তার ধারপাশ দিয়ে হাঁটছে না| কখনও পাকিস্তানি রেঞ্জার্সদের মাঠে নামিয়ে ভারতীয় সেনা ছাউনিতে গুলি চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে| আবার কখনও ভারতের অন্দরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে গুপ্তচর|
2017-02-15