ভদোদরা, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): গুজরাটের ভদোদরায় সরকারি হাসপাতালের জানলা ভেঙে পালাল চিকিত্সাধীন দুই বন্দী| পুলিশের ধারনা, মঙ্গলবার ভোররাতে হয়তো চিকিত্সাধীন দুই বন্দী চম্পট দিয়েছে| পলাতক দুই বন্দীর নাম হল রাজু নিনামা এবং সুৱুর দামোর| পুলিশ সূত্রের খবর, শারীরিক অসুস্থতাজনিত কারণে ভদোদরার স্যার সয়াজিরাও জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন ছিল বিচারাধীন বন্দী রাজু নিনামা এবং সুৱুর দামোর| মঙ্গলবার ভোররাত ২ টো থেকে ভোর সাড়ে ৫টার মধ্যে হাসপাতালের জানলার গ্রিল ভেঙে তারা পালিয়ে যায়|
পলাতক দুই বন্দী গুজরাটের দাহোদ জেলার গার্বাদা শহরের বাসিন্দা| পুলিশ জানিয়েছে, ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হল রাজু নিনামা, অন্যদিকে সুৱুর দামোর খুনের চেষ্টা মামলায় দোষী সাব্যস্ত| এই ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করে পুলিশ জানিয়েছে, পলাতক দুই বন্দীর খোঁজ চলছে|
2017-02-14