চেন্নাই, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): পথের কাঁটা সরতেই আনন্দে মেতে উঠল পন্নিরসেলভম শিবির| মঙ্গলবার সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেলেন এআইএডিএমকে জেনারেল সেক্রেটারি ভি কে শশিকলা| আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলার রায়ে শশিকলাকে দোষী সাব্যস্ত করেছে শীর্ষ আদালত| সুপ্রিম কোর্টের রায়ে চার বছরের কারাদণ্ড হয়েছে শশিকলার| এই রায়ের ফলে আগামী ১০ বছর পর্যন্ত নির্বাচনেই দাঁড়াতে পারবেন না শশিকলা|
মঙ্গলবার সর্বোচ্চ আদালতের রায় ঘোষণার পরই আনন্দে মেতে ওঠে পন্নির শিবির| শশিকলার রাজনৈতিক প্রতিদ্বন্দী ও পন্নিরসেলভমের বাড়ির বাইরে ভিড় জমাতে শুরু করেন দলীয় কর্মী-সমর্থকরা| রায় ঘোষণার পর শশিকলা টুইট করে জানিয়েছেন, ‘এর আগে আম্মা যখন কোনও সঙ্কটে পড়েছেন, আমি কষ্ট পেয়েছি| এবারও আমার কষ্ট হবে| তবে ধর্মের জয় হবেই|’
2017-02-14