নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ চিটফান্ডের প্রতারণার শিকার হয়ে ফাঁসিতে আত্মহত্যা করলেন এক ব্যক্তি৷ এক মর্মান্তিক ঘটনায় উদয়পুরে ৭০ ঊধর্ব এক ব্যক্তি চিটফান্ড সংস্থার দ্বারা সর্বস্বান্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন৷ পুলিশ সূত্রে জানাগেছে, অমর সাহা (৭৮) তাঁর বাড়িতে নিজে ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷ তাঁর পরিবারে তাঁরবৃদ্ধা স্ত্রী, দুই পুত্র ও পুত্রবধূ রয়েছেন৷ আত্মঘাতী অমর সাহার স্ত্রী ও পুত্রবধূ সেসময়ে রাজারবাগ রামঠাকুর আশ্রমের কীর্তনে যোগ দিতে গিয়েছিলেন৷ আর তার দুই পুত্র স্থানীয় বাজারে গিয়েছিলেন৷ তারা রাতে বাড়িতে ফিরে ঝুলন্ত অমর সাহার মৃতদেহ দেখতে পান৷ পুলিশ সূত্র আরও জানায়, কয়েক বছর আগে অমর বাবু তাঁর বিশাল বাড়ির বড় অংশ বিক্রি করে দিয়েছিল এবং উচ্চ সুদের জন্য অ্যালকেমিস্ট চিট ফান্ডের কাছে সমগ্র বিক্রয়লব্ধ অর্থ জমা রাখেন৷ কিন্ত পরে অমর বাবুর মতো অনেক মানুষের টাকা নিয়ে চিটফান্ড সংস্থাটি রাজ্য থেকে পালিয়ে যায়৷ এতে অমর সাহা কার্যত নিঃস্ব হয়ে যান৷ তারপর থেকেই তিনি বিষন্নতায় ভুগছিলেন৷ পরিশেষে গত রাতে তিনি আত্মহত্যা করেন৷ এর আগেও বহু সাধারন আমাতকারী চিটফান্ড সংস্থার হয়রানীর করণে আত্মহত্যা করেছেন অথবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন৷ এদিকে আর কে পুর থানার পুলিশ একটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ এই ব্যাপারে আর কে পুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷
ইঁদুর মারার ওষুধ খেয়ে আত্মঘাতী বৃদ্ধা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারি৷৷ পেটে অসহ্য ব্যথা সহ্য করতে না পেরে সত্তরোর্দ্ধ বৃদ্ধা ইঁদুরের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন৷ জানা গেছে, বিশালগড় চেলিখলার বাসিন্দা গৌরাঙ্গ দেববর্মার স্ত্রী নীলমালা দেববর্মা(৭১) গত পাঁচ-ছয় মাস ধরে মারাত্মক পেটের ব্যথায় ভুগছেন৷ কয়েকদিন আগে তিনি ব্যথার যন্ত্রণায় কাতর হয়ে জিবি হাসপাতালে ভর্তি হন৷ গত শনিবার তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলে তিনি বাড়ি ফিরে যান৷ কিন্তু গতকাল রাতে ফের পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়৷ যন্ত্রণা সহ্য করতে না পেরে বাড়িতে রাখা ইঁদুর মারার ওষুধ খেয়ে নেন৷ পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়েই সঙ্গে সঙ্গে তাকে বিশালগড় হাসপাতালে নিয়ে যান৷ তার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন৷ আজ সকাল সাড়ে এগারটা নাগাদ তার মৃত্যু হয়েছে৷ বৃদ্ধার মৃত্যুতে বিশালগড়ের চেলিখলা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷