জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় সড়ক দুর্ঘটনা, মৃত ৪ জন ৱ্যাঙ্ক কর্মী

জম্মু, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জম্মু ও কাশ্মীর ৱ্যাঙ্কের চার জন কর্মী| সোমৱার সকালে দুর্ঘটনাটি ঘটেছে কাঠুয়া জেলার সোধি রিসর্ট এলাকায়| পদস্থ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এদিন সকালে সুইফট গাড়িতে করে জম্মু থেকে পাঠানকোট যাচ্ছিলেন জম্মু ও কাশ্মীর ৱ্যাঙ্কের চার জন কর্মী| সোধি রিসর্ট এলাকায় একটি ৱাসের সঙ্গে সুইফট গাড়ির সংঘর্ষ হয়| ঘটনাস্থলেই প্রাণ হারান চার জন কর্মী| মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে|
ঘাতক ৱাসটিকে পুলিশ আটক করলেও, চালক পলাতক| এই ঘটনার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *