বাংলাদেশের মাগুরায় ভেঙে পড়ল ব্রিজ, মৃত ১

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): বাংলাদেশের মাগুরা শালিকা উপজেলায় ভেঙে পড়ল অতি গুরুত্বপূর্ণ সীমাখালি বেইলি ব্রিজ| এই ঘটনায় মৃতু্য হয়েছে একজন সাইকেল আরোহীর| আহত হয়েছেন তিনটি ট্রাকের চালক সহ কয়েকজন শ্রমিক| সোমবার সকাল ১০টা নাগাদ আচমকা ভেঙে পড়ে মাগুরা-যশোর সড়কের অতি গুরুত্বপূর্ণ এই বেইলি ব্রিজ| চোখের সামনে ব্রিজ ভেঙে পড়তে দেখে হতচকিত হয়ে যান স্থানীয় মানুষজন| ব্রিজ ভেঙে যাওয়ায় ঢাকা-খুলনা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়|
মাগুরা সদর থানার ওসি আশরাফুল ইসলাম জানিয়েছেন, সোমবার সকালে পাথরবোঝাই দু’টি ট্রাক মাগুরা থেকে যশোর যাচ্ছিল| অন্যদিকে, ইটবোঝাই একটি ট্রাক যশোর থেকে মাগুরা যাচ্ছিল| তিনটি ট্রাক সেতুর মাঝামাঝি এলে আচমকা সেতুটি ভেঙে পড়ে| এই সময় ব্রিজ পারাপার হওয়া এক সাইকেল আরোহী নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান| আহত হয়েছেন তিনটি ট্রাকের চালক সহ কয়েকজন শ্রমিক| তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *