রেডিও হল যোগাযোগ রাখার চমত্কার মাধ্যম, বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): রেডিও হল যোগাযোগ রাখার চমত্কার মাধ্যম| সোমবার বিশ্ব রেডিও দিবসে দেশবাসীর উদ্দেশ্যে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সমস্ত রেডিও প্রেমীদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী এদিন জানিয়েছেন, ‘বিশ্ব রেডিও দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা| সমস্ত রেডিও প্রেমী এবং রেডিও ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন| সক্রিয় এবং স্পন্দনশীল রাখুন রেডিও মাধ্যম|’
টুইট করে প্রধানমন্ত্রী এদিন আরও জানিয়েছেন, ‘রেডিও হল যোগাযোগ রাখার চমত্কার মাধ্যম| মন কি বাত অভিজ্ঞতা আমায় গোটা দেশের মানুষের সঙ্গে সংযুক্ত করেছে|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *