নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ ফেব্রুয়ারি৷৷ শেষ রাতে ভয়াবহ অগ্ণিকান্ডে ভষ্মিভূত এক মহিলার মৃত্যু হয়েছে৷ পুড়ে গিয়েছে দুইটি বশত ঘর৷ ক্ষতির পরিমান অনুমানিক কয়েক লক্ষ্য টাকার উপর৷ ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানার করইলং এলাকায় রবিবার ভোর রাতে৷ মৃতার নাম মহিলার নাম উষারাণী মোদক৷ বয়স অনুমানিক ৭৫৷ উষারাণী দেবীর অকাল মৃত্যুতে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে পরেছে৷ সংবাদে জানা গেছে, শনিবার উষারাণী মোদকের ছেলে সঞ্জয় মোদক ও রনজিৎ মোদক সহ উষারাণী মোদক রাতে খাবার সেরে ঘুমিয়ে পরে৷ ভোর রাতে সঞ্জয় মোদক দেখতে পায় তার ঘরে আগুন জ্বলছে৷ সঞ্জয় মোদক ঘর থেকে সকল পরিবারের সদস্যদের নিয়ে রাস্তায় চলে আসে৷ কিন্তু সঞ্জয় মোদকের মা তথা উষারাণী অন্য ঘরে থাকতো৷ চোখে দেখত না বার্ধক্য জনিত কারণে৷ হাঁটতেও কষ্ঠ হতো উষা দেবীর৷ সবাই বাড়ী থেকে নিরাপদ স্থানে চলে আসলেও উষাদেবী বার্ধক্যজনিত কারনে ঘর থেকে বেরুতে পারেননি৷ পরে দমকল কর্মীদের খবর দিলে, তিনটি ইঞ্জিনের প্রয়াসে উষাদেবীকে বাঁচাতে না পারলে পাশ্ববর্তী ঘরগুলি রক্ষা করতে সক্ষম হয়৷ এদিকে খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যান তেলিয়ামুড়া থানার ওসি সিদ্ধার্থ শংকর রায় সহ পুলিশ অফিসাররা৷ কিন্তু আগুন লাগার সঠিক কারন জানা যায়নি৷
2017-02-13