নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ এডিসি এলাকা বনধ চলাকালীন সিপিএম সমর্থকদের আক্রমণে আহতদের ক্ষতিপূরণ মিটিয়ে না দেওয়া হলে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে গন্ডাছড়া মহকুমায় ৪৮ ঘন্টা বনধ পালনের ডাক দিয়েছে আইপিএফটি ও তাদের যুব সংগঠন ওয়াইআইপিএফটি৷ রবিবার সাংবাদিক সম্মেলনে যুব আইপিএফটি দলের সাধারণ সম্পাদক শুক্লরঞ্জন নোয়াতিয়া বলেন, এডিসি এলাকা বন্ধের সময় শাসক সমর্থিকদের হাতে আইপিএফটি কর্মী সমর্থক আক্রান্ত হয়েছেন৷ যারা গুরুতরভাবে আহত তাদের ৫ লক্ষ টাকা এবং যারা সামান্য আঘাত পেয়েছেন তাদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে৷ তিনি হুমকির সুরে বলেন, রাজ্য সরকার আগামীদিনের মধ্যে ৬০জন আহত এবং মারাত্মক আহত দলীয় কর্মী সমর্থকদের ক্ষতিপূরণ মিটিয়ে না দিলে আইপিএফটি এবং তার শাখা সংগঠন গন্ডাছড়া মহকুমায় ৪৮ ঘন্টার বনধ পালন করবে ১৬ই ফেব্রুয়ারি৷ শুধু তাই নয়, দাবি পূরণ না হলে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে গন্ডাছড়া মহকুমায় অনির্দিষ্টকালের রাস্তা রোকো আন্দোলেনসংগঠিত করা হবে৷
এদিন তিনি বলেন, দলীয় সমর্থকরা যাদের হাতে আক্রান্ত হয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে৷ সেদিন শাসক সমর্থিতদের আক্রমণের শিকার হয়ে আহতদের মধ্যে ১৪ জনের অবস্থা এখনো সংকটজনক৷ জিবি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে৷ তাই হাসপাতাল এবং চিকিৎসার সমস্ত ব্যয়ভার রাজ্য সরকারকেই নিতে হবে বলে তিনি জোরালো দাবি জানান৷
2017-02-13