গণধর্না ও রাজ্য কনভেনশনের ডাক দিয়েছে কর্মচারী ফেডারেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ আগামী এপ্রিল ও জুলাই মাসে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন গণধর্না

রবিবার আগরতলায় ত্রিপুরা সরকারী কর্মচারী ফেডারেশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ নিজস্ব ছবি৷

সংগঠিত করা ও রাজ্য কনভেনশনের ডাক দিয়েছে৷ এবিষয়ে রবিবার সাংবাদিক সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক সমর রায় জানিয়েছেন, সংগঠনের উচ্চ পর্যায়ের কমিটি আজ এক বৈঠক করেছে৷ এই বৈঠকে বকেয়া মহার্ঘ ভাতা এবং সপ্তম বেতন কমিশন চালু করা সহ বিভিন্ন দাবির ভিত্তিতে আলোচনা হয়েছে৷ আলোচনায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ২৩ এপ্রিল ৫ ঘন্টার গণবস্থান পালন এবং ১৫ ও ১৬ জুলাই কনভেনশনের আয়োজন করা হবে৷ তিনি জানান, রাজ্যের সরকারি শিক্ষক কর্মচারীরা দীর্ঘ বঞ্চনার শিকার৷ কেন্দ্রের অনুযায়ী সপ্তম বেতন  কমিশন চালু করছে না৷ ফলে, আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছে ফেডারেশন৷ তিনি জানান, গণধর্না এবং কনভেনশনকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে আগামী ৩০ জুনের মধ্যে ফেডারেশনের সকল রাজ্য ও মহকুমাভিত্তিক সংগঠনের কমিটি পুনর্গঠিত হবে৷ আসন্ন কনভেনশন উপলক্ষ্যে ৪১ সদস্য বিশিষ্ট কনভেনশন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে৷ প্রস্তুতি কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ফেডারেশনের ভারপ্রাপ্ত মহাসচিব স্বপন সাহা৷ এদিন তিনি আরো জানিয়েছেন, ফেডারেশনের যেসকল সদস্য সংগঠন বিরোধী সহ বিভিন্ন অনৈতিক কাজে যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির চেয়ারম্যানের উপর পুরো দায়িত্ব দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *