হায়দরাবাদ, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : ডেনিস লিলির রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে সহচেয়ে সবচেয়ে দ্রুত ২৫০ উইকেট সংগ্রহ করলেন ভারতের স্পিনার আর অশ্বিন। ৪৫ তম টেস্টে তিনি দখল করলেন ২৫০ উইকেট ।বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টে দুটি উইকেট নিয়ে প্রাক্তন অসি পেসার ডেনিস লিলির রেকর্ড ভাঙলেন অশ্বিন। ২৫০ উইকেট সংগ্রহ করতে লিলির লেগেছিল ৪৮ টি টেস্ট।
ষষ্ঠ ভারতীয় হিসেবে ২৫০ উইকেট দখলের কৃতিত্বও অর্জন করলেন অশ্বিন।এর আগে অনিল কুম্বলে (৬১৯), কপিল দেব (৪৩৪), হরভজন সিংহ (৪১৭), জাহির খান (৩১১) ও বিষেণ সিংহ বেদি (২৬৬)-রা আছেন।
ভারতের চলতি হোম সিরিজে এখনও পর্যন্ত ৫৭ টি উইকেট দখল করেছেন তিনি। বাংলাদেশের প্রথম ইনিংস পর্যন্ত অশ্বিন ২৪ বার পাঁচ উইকেট এবং সাতবার ১০ উইকেট সংগ্রহ করেছেন।
2017-02-12