ঢেকিয়াজুলি (অসম), ১২ ফেব্রুয়ারি, (হি.স.) : শোণিতপুর জেলার ঢেকিয়াজুলিতে বাঘের হামলায় এক ব্যক্তি মারা গেছেন। আজ রবিবার সকালে ঢেকিয়াজুলির নিসলামারি গ্রামে আচমকা একটি পূর্ণ বয়স্ক বাঘ হানা দিয়ে সন্ত্রাস শুরু করে।
বাঘ তাড়াতে গ্রামের মানুষ হুড়োহুড়ি শুরু করলে দিগবিদিগশূন্য হয়ে বাঘটি জমায়েত মানুষের ওপর হামলা চালায়। তখনই বাঘ রুদ্ৰবাহাদুর খনালের ওপর ঝাঁপ মেরে তাঁকে ক্ষতবিক্ষত করে দেয়। ঘটনাস্থলেই রুদ্রবাহাদুরের প্রাণবায়ু চলে যায় বলে পুলিশ ও বন দফতর সূত্রের খবরে জানা গেছে।
বাঘটি লাগোয়া ওরাং জাতীয় উদ্যান থেকে জনপদে এসে পড়ে বলে জানানো হয়েছে। বাঘটিকে এখনও ধরা যায়নি। তাকে নিয়ে গ্রামে এখনও উত্তেজনা রয়েছে। বাঘটিকে ধরতে পিঞ্জিরা স্থাপনের ব্যবস্থা বন দফতর করছে বলেও জানা গেছে।
2017-02-12