বন্ধে সংঘর্ষে আহতদের ক্ষতিপূরণ চাইল আইপিএফটি

IPFTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ এডিসি এলাকা বন্ধে সংঘর্ষে আহত আইপিএফটি কর্মী সমর্থকদের পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ না দিলে ১৬ ফেব্রুয়ারী থেকে গন্ডাছড়ায় আন্দোলনের ডাক দিয়েছেন দলের সভাপতি এন সি দেববর্মা৷ তিনি জানান, গত আট ফেব্রুয়ারী শাসক সমর্থিতদের আক্রমণে আইপিএফটি কর্মী সমর্থক অনেকেই আহত হয়েছেন৷ এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক৷ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে৷ বন্ধ কর্মসূচীকে ঘিরে শাসক সমর্থিতদের আক্রমণ গণতান্ত্রিক পরিকাঠামোতে কোনও ভাবেই কাম্য নয়৷ এজন্য রাজ্য সরকার তথা শাসক দলের উদ্দেশ্যে দাবী জানানো হচ্ছে আহত আইপিএফটি কর্মী সমর্থকদের পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে৷ তা না হলে গন্ডাছড়ায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *