রেলে কাটা পড়ে আরও এক যুবকের মৃত্যু ইচাবাজারে

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ রেলে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে৷ কিন্তু, ঘটনাটি আত্মহত্যা নাকি দূর্ঘটনা তা নিয়ে ধন্দে এলাকাবাসী৷ শুক্রবার রাতে শিলচর থেকে আগরতলাগামী ট্রেনের নীচে কাটা পড়েন বাধারঘাটের ইচাবাজার এলাকার বাসিন্দা অমর দাস (৩২)৷ ঘটনা রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ৷
এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, দুই বছর আগে ঐ যুবকের বিয়ে হয়েছে৷ বেশ কয়েকদিন ধরেই পারিবারিক ঝামেলা চলছিল৷ আশঙ্কা করা হচ্ছে এরই জেরে ঐ যুবক ঐদিন রাতে রেলের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে৷ রাতে খবর পেয়ে জিআরপি ও আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং মৃতদেহ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে৷ এই ব্যাপারে জিআরপি ও আমতলী থানায় একটি মামলা রুজু করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার জনমনে শোকের ছায়া নেমে এসেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *