নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি৷৷ বেকারত্বের জ্বালায় আত্মঘাতী হলেন বছর ৩৫’র তরতাজা এক যুবক৷ দুই বছর বয়সের পুত্র সন্তান ও স্ত্রী এবং বাবা-মাকে ফেলে রেখে বৃহস্পতিবার ভোর রাতে নিজ বাড়িতেই ফাঁসিতে আত্মহত্যা করেন সুজয় দত্ত৷ এই ঘটনায় আগরতলার প্রগতি সুকল সংলগ্ণ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷
এদিন, তার আত্মহত্যা নিয়ে মৃত যুবকের কাকা বলেন, দীর্ঘ ২০ বছর ধরে বেকার হয়ে ঘোরাফেরা করছিল সুজয়৷ দীর্ঘদিন ধরে শাসক দলের পতাকাতলে নানা মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করত চাকুরি পাওয়ার আশায়৷ কিন্তু সব সময় তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে চাকুরি মিলবে বলে৷ সম্প্রতি কয়েকটি দপ্তরে অফার ছাড়া হয়েছে৷ কিন্তু তার কপালে চাকুরি জুটেনি বলে আক্ষেপ করেন সুজয়ের কাকা৷ তিনি জানান, বেকারত্বের জ্বালা এবং অভাব অনটনই সুজয়কে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে৷ জানা গেছে, সুজয় পোস্ট অফিসের এজেন্ট হিসেবে কাজ করতেন৷ তাতে রোজগার খুব একটা হত না৷ সংসারে অভাব নিত্যদিনের সাথী হয়ে দাঁড়িয়েছিল৷ এরই মাঝে একমাত্র পুত্র সন্তানের সঠিকভাবে লালনপালন করতে পারছিলেন না তিনি৷ সব মিলিয়ে দীর্ঘদিন ধরেই মারাত্মক হতাশায় ভুগছিলেন৷ অবশেষে সমস্ত সমস্যার হাত থেকে নিষ্পত্তি পেতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে তার পরিবারের সদস্যরা দুঃখে ফেটে পড়েন৷
2017-02-11