জমি দখল করে নিচ্ছে মাফিয়ারা, পুলিশের দ্বারস্থ হয়েও অসহায় মালিক

crimeeeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারি৷৷ মাফিয়ারা জমি দখল করে নিচ্ছে পুলিশের দ্বারস্থ হয়েও প্রতিকার মিলেনি অভিযোগ তুলেছেন পূর্ব প্রতাপগড়ের প্রদীপ কুমার শিল৷ তার অভিযোগ, এলাকারই বাবুল দত্ত ও সঞ্জীব মজুমদার তার জায়গা দখল করে রাস্তা বানিয়ে ফেলছে৷ এবিষয়ে তিনি জানান, কয়েকদিন আগে বাবুল দত্ত ও সঞ্জীব মজুমদার তাকে রাস্তা করার জন্য জায়গা দিতে বলেন৷ তখন তিনি তাদের জানান, জমি বিক্রি করার সময় রাস্তার জন্য জায়গা দেওয়া হবে৷ কিন্তু তারা  বলপূর্বক রাস্তায় মাটি ফেলতে শুরু করে৷ তাতে তিনি বাধা দিলে তারা তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ৷ প্রদীপবাবু জানান, রাস্তা তৈরির জন্য মাটি ফেলার কাজে বাধা দেওয়ায় বাবুল দত্ত ও সঞ্জীব মজুমদার তাকে দিনদুপুরে খুন করার হুমকি দিয়েছে৷ বিষয়টি তিনি পূর্ব আগরতলা থানায় জানালে তাকে জিবি ফাঁড়িতে যোগাযোগ করতে বলা হয়৷ মহারাজগঞ্জ বাজার ফাঁড়ির পুলিশের কাছে তিনি অভিযোগ জানালে সাব ইন্সপেক্টর সুকু দেববর্মা তাকে মাফিয়াদের বিরুদ্ধে আওয়াজ না করাই ভাল বলে পরামর্শ দেন৷ পাশাপাশি জানান, তার জায়গা দখল যেন না হয়ে যায় সেটা পুলিশ দেখবে৷ কিন্তু মহারাজগঞ্জ ফাঁড়ি থেকে ফিরে এসে তিনি দেখতে পান শ্রমিকরা মাটি ফেলে রাস্তা তৈরি করে ফেলছেন৷ সঙ্গে সঙ্গে পুলিশের সাথে যোগাযোগ করা হলে সুকু বাবু বলেন, এনিয়ে বাড়াবাড়ি না করলেই আপনার জন্য মঙ্গল হবে৷ এদিন তিনি অভিযোগ তুলে বলেন, পুলিশের মদতেই তার জায়গা দখল হয়ে যাচ্ছে৷ তিনি জানান, তার জায়গা দখল করা এবং প্রাণে মেরে ফেলার হুমকির বিষয়ে সদর মহকুমা শাসককে চিঠি দিয়ে জানিয়েছেন৷ তিনি পুলিশ মহানির্দেশকের দ্বারস্থ হবেন এবং প্রয়োজনে মুখ্যমন্ত্রীর কাছে যাবেন বলেও তিনি জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *