নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি৷৷ এডিসি বনধের বিরোধিতা করল আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি৷ সোমবার
![সোমবার আগরতলায় আমরা বাঙালীর সাংবাদিক সম্মেলন৷ নিজস্ব ছবি৷](https://jagarantripura.com/wp-content/uploads/2017/02/amara-bangali-300x201.jpg)
সাংবাদিক সম্মেলনে সংগঠনের সম্পাদক হরিগোপাল দেবনাথ বলেন, উপজাতি ভিত্তিক আঞ্চলিক দল আইপিএফটি, আইএনপিটি এবং এনসিটি’র গঠিত ফোরাম আগামী ৮ ফেব্রুয়ারি এডিসি এলাকা বনধে যে ডাক দিয়েছে তার কোন যৌক্তিকতা নেই৷ নাগরিকত্ব সংশোধনী বিলের সাথে এডিসি এলাকার জনগণের স্বার্থ সংশ্লিষ্ট কোন বিষয় নেই৷ অযথা হয়রানি করার উদ্দেশ্যেই এবং সস্তা রাজনীতির লক্ষ্যে ফোরাম এই বনধ ডেকেছে বলে মনে করেন শ্রীদেবনাথ৷
এদিন তিনি রাজ্যভাগের দাবিরও বিরোধিতা করেন৷ তিনি বলেন, ত্রিপুরার মত ক্ষুদ্র আয়তনের রাজ্য ভাগ করার দাবি ভিত্তিহীন৷ রাজ্যভাগ করার বদলে এইরাজ্যের উন্নয়ন কি করে সম্ভব করা যায় সেদিকেই ভাবতে হবে৷ প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে সামাজিক এবং আঞ্চলিক ক্ষেত্রে ত্রিপুরার উন্নয়নের যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ সেই বিষয়ে চিন্তাধারার কোন প্রতিফলন দেখা যাচ্ছে না৷ একারণেই আমরা বাঙালি নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় বনধ এবং রাজ্যভাগের দাবির বিরোধিতা করছে৷