হোম কর্তৃপক্ষের গাফিলতিতে ইঁদুর মারার ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ তিন নাবালক

Poisonনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি৷৷ চাইল্ড হোম কর্তৃপক্ষের গাফিলতির খেসারত দিতে হচ্ছে তিন শিশুকে৷ সোমবার বিকেল আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ ঊষাবাজার স্থিত অন্বেষা চাইল্ড হোমের তিন নাবালক খাবার ভেবে ইঁদুর মারার ঔষধ খেয়ে নেয়৷ তাতে, একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷ বাকি দুইজন জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ এদিন, হোমের রান্না ঘরে একটি ডিবিতে রাখা ইঁদুর মারার ঔষধকে খাবারের জিনিস মনে করে খেয়ে ফেলে সামু দাস(১৩), সাকির হোসেন(১২) এবং গৌরব সাহা(১৪)৷ সঙ্গে সঙ্গেই তারা বমি করতে শুরু করে৷ হোম কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ তাদের জিবিতে ভর্তি করেন৷ তিন নাবালকের মধ্যে গৌরব সাহাকে আইসিওতে ভর্তি রাখা হয়েছে৷ চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক৷ ২৪ ঘন্টা না কাটলে বিপদমুক্ত বলা যাচ্ছে না৷ অন্য দুজনের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা চলছে৷ সাকির হোসেন জানিয়েছে, রান্নাঘরে ডিবির মধ্যে খাবার রাখা ছিল ভেবে সেটা তারা খেয়ে ফেলে৷ এদিকে, হোম কর্তৃপক্ষের বক্তব্য, ইঁদুর মারার ঔষধ অন্যত্র লুকিয়ে রাখা ছিল৷ ঐ তিন নাবালকই সেখান থেকে বের করে এনে সেটা খেয়েছে৷
কিন্তু হোম কর্তৃপক্ষের বক্তব্য মেনে নেওয়াটা কিছুটা মুশকিল বলেই মনে হচ্ছে৷ কারণ, নাবালকগুলি বয়স অনুপাতে খাবার মনে করে ইঁদুরের ঔষধ খেয়ে নিয়েছে সেটা বিশ্বাস করা সম্ভব নয় বলেই ঘটনাটিকে ঘিরে সন্দেহের দানা বেঁধেছে৷ ধারণা করা হচ্ছে, হোম কর্তৃপক্ষ তাদের গাফিলতি এড়াতেই মিথ্যা তথ্য উপস্থাপন করছেন৷ হোমের ভেতর যেখানে ছোটো ছোটো ছেলেমেয়েরা অবাধে ঘোরাফেরা করে সেখানে ইঁদুর মারার ঔষধ সুরক্ষিত স্থানে কেন রাখা হয়নি সেই প্রশ্ণ উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *