অযোধ্যায় রাম মন্দির নির্মানের কাজ দ্রুত শুরু হবে, দাবি যোগী আদিত্যনাথের

yogi adityanathরায়পুর, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে ফের অযোধ্যায় রাম মন্দির নির্মানের প্রসঙ্গ তুললেন বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ| তিনি বলেন, অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে যে বাধাগুলি রয়েছে তা ধীরে ধীরে কেটে যাবে| এরপরই খুব শীঘ্রই শুরু হবে মন্দির নির্মাণের কাজ|

ছত্তিশগঢ়ের রাজধানী রায়পুরের ভিআইপি রোডে একটি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ গিতে এসে এই মন্তব্য করেন যোগী আদিত্যনাথ| তিনি বলেন, ছত্তিশগড় রামের মাতৃকুলের বসতস্থান| জ্যোতিষশাস্ত্র অনুসারে, মাতৃকুলে ভগবান প্রতিষ্ঠিত হলে তার ফলে এমনিতেই অযোধ্যায় রাম মন্দির তৈরির পথের বাধা কেটে যাবে বলে বিজেপি এই সাংসদ জানান|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *