হিমাচলের ছাম্বা জেলায় মৃদু ভূকম্পন, কম্পাঙ্ক ৩.৫

earth-quakeছাম্বা, ৪ ফেব্রুয়ারি (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশের ছাম্বা জেলা| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৫| ভূকম্পনের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| জিওলজি বিশেষজ্ঞরা জানিয়েছেন, শনিবার দুপুর ১২.৩৫ মিনিট নাগাদ ৩.৫ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে হিমাচল প্রদেশের ছাম্বা জেলা| ভূকম্পন টের পাওয়া মাত্রই বহু মানুষ আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন|

উল্লেখ্য, গত মাসেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল হিমাচলের কুল্লু| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৩|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *