শীঘ্রই বিজেপিতে যোগ দেবেন প্রাক্তন কংগ্রেস নেতা এস এম কৃষ্ণ, জানালেন ইয়েদুরাপ্পা

S M Krishnaবেঙ্গালুরু, ৪ ফেব্রুয়ারি (হি.স.): খুব শীঘ্রই ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দেবেন প্রাক্তন কংগ্রেস নেতা এস এম কৃষ্ণ| শনিবার এমনই দাবি করেছেন কর্ণাটক বিজেপির সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা| গত ২৯ জানুয়ারি কংগ্রেস ও কংগ্রেস কার্য়নির্বাহী কমিটি থেকে ইস্তফা দিয়েছেন কৃষ্ণ| শনিবার ইয়েদুরাপ্পা জানিয়েছেন, বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এস এম কৃষ্ণ| তবে, কবে তা এখনও জানাননি| খুব শীঘ্রই হয়তো তিনি বিজেপিতে যোগ দেবেন|

উল্লেখ্য, মনমোহন সিং সরকারের আমলে বিদেশমন্ত্রী ছিলেন এস এম কৃষ্ণ| ১৯৯৯-২০০৪ সাল পর্যন্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি| তাছাড়া ২০০৪-০৮ সাল পর্যন্ত মহারাষ্ট্রের রাজ্যপালও ছিলেন এস এম কৃষ্ণ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *