নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারি৷৷ উচ্চাঙ্গ সঙ্গীত বা ধ্রুপদী সঙ্গীতের চর্চার মধ্য দিয়ে প্রকৃত অর্থে ভাল মানুষ গড়ে
![শুক্রবার আগরতলায় পুলিন দেবর্মণ স্মৃতি অডিটরিয়ামে আয়োজিত রাজ্যের বিশিষ্ট বেহালাবাদক প্রয়াত ত্রিপুরেন্দ্র ভৌমিকের স্মরণসভায় মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা৷ নিজস্ব ছবি৷](https://jagarantripura.com/wp-content/uploads/2017/02/Music-CM-300x201.jpg)
তোলা সম্ভব৷ আমরা ভাল শিল্পী চাই, ভাল মানুষও চাই৷ আজ শচীন দেববর্মণ স্মৃতি সরকারি সংগীত মহাবিদ্যালয় এবং সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে পুলিন দেববর্মণ স্মৃতি অডিটোরিয়াম এ আয়োজিত রাজ্যের বিশিষ্ট বেহালাবাদন শিল্পী ও মিউজিক কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত ত্রিপুরেন্দ্র ভৌমিকের স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তিনি প্রয়াত সংগীত গুরুর স্মৃতির প্রতি আন্তরিক শ্রদ্ধা ও তাঁর পরিবার পরিজনদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, প্রয়াত সংগীত গুরুত ত্রিপুরেন্দ্র ভৌমিক যেমন একজন বড় মাপের শিল্পী ছিলেন, তেমনি তিনি ছিলেন একজন আদর্শবান মানুষও৷ প্রয়াত সংগীত গুরুর স্মৃতিচারম করতে গিয়ে তিনি বলেন, তাঁর সাথে সখ্যতা গড়ে উঠে সরকার পরিচালনার সুবাদে৷ স্বামী বিবেকানন্দের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগরতলার টাউন হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ সে অনুষ্ঠানে প্রারম্ভিক পরিবেশনের জন্য তাঁকে অনুরোধ জানানো হয়েছিল৷ তিনি সাদরে সে আমন্ত্রণ গ্রহণ করেছিলেন এবং অনুষ্ঠানে অসাধারণ উপস্থাপনার মধ্য দিয়ে গোটা অনুষ্ঠানকে একটা অন্যমাত্রা দিতে ভূমিকা নিয়ে ছিলেন৷ সে থেকে তাঁর সাথে নিবিড় সম্পর্ক গড়ে ওঠে৷ স্মরণ সভায় দুই কলেজের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, সংগীত চর্চা, শিল্পকলা হচ্ছে সাধনার বিষয়৷ ডিগ্রি বা ডিপ্লোমা নিশ্চয়ই অর্জন করতে হবে৷ সার্টিফিকেট নিশ্চয়ই পেতে হবে৷ কিন্তু শিল্পের অতল গভীরে থাকার চেষ্টা করতে হবে৷ এর সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে৷ মাঝখানে যাতে কোন দেওয়াল বা প্রাচীর দাঁড়াতে না পারে৷ এর মধ্য দিয়েই সৎ, স্বচ্ছ, প্রকৃত মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷ পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের প্রতি আবেদন জানিয়ে তিনি বলেন, ছাত্রছাত্রীদের মধ্যে এই সৎ গুণগুলো যেন বিকশিত হয়, প্রস্ফুটিত হয়, তার জন্য তাদেরকে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে৷ আজকের এই স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগীত নাটক একাডেমির উত্তরপূর্বাঞ্চল শাখার অধিকর্তা রজত গাঙ্গুলি, শচীন দেববর্মণ স্মৃতি সরকারি সংগীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষা মণিকা দাস, সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য সহ দুই কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীগণ৷