নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): `উত্তম’ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি| বুধবার সংসদে অর্থমন্ত্রীর বাজেট পেশ হওয়ার পর টুইট করে এমনই প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| জেটলির বাজেটে গ্রাম, গরিব ও কর্মসংস্থানে জোর দেওয়া হয়েছে| পাশাপাশি বাজেটে একশো দিনের কাজে বরাদ্দ করা হয়েছে ৪৮ হাজার কোটি| সংসেদ বাজেট পেশ হওয়ার পর দুপুর ১.৩৭ মিনিট নাগাদ টুইট করেন প্রধানমন্ত্রী| টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, `অর্থমন্ত্রী উত্তম বাজেট পেশ করেছেন| এতে দেশের গরিবরা শক্তিশালী হবেন|’
সাধারণ বাজেটের সঙ্গেই এদিন ঘোষণা করা হয়েছে রেল বাজেট-ও| রেল ও সাধারণ বাজেট একসঙ্গে পেশ করার জন্য দু’টি দফতরের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী| বলেছেন, দু’টি দফতরের পারস্পরিক সমন্বয়ের ফলে এটি বাস্তবায়িত করা সম্ভব হয়েছে| শুধু প্রধানমন্ত্রীই নন, কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমারও এদিনের বাজেটকে `বৈপ্লবিক’ অ্যাখ্যা দিয়েছেন|