ঘোষণা অনুযায়ী বাজেট পেশের দিন সংসদে অনুপস্থিত তৃণমূল, দিনভর টুইটারে সরব দলনেত্রী

mamata bannerjeeনয়াদিল্লি, ১ ফ্রেবুয়ারি (হি.স.) : পূর্বের ঘোষণা অনুযায়ী বাজেট অধিবেশনের প্রথম দুদিন সংসদে অনুপস্থিত থাকলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা| তবে দিন ভর টুইটারে সরব থাকলেন দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়| প্রত্যাশিতভাবেই বুধবার অর্থমন্ত্রী অরুণ জেটলির পেশ করা বাজেটের সমালোচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| একের পর এক টু্যইটে মোদী সরকারকে বিঁধলেন তিনি| মমতার কথায়, বিতর্কিত এই বাজেট দিশাহীন, ব্যর্থ, ভিত্তিহীন , উদ্দেশ্যহীন, কার‌্যকারীতাহীন ও হৃদয়হীন| আগামিদিনের রোডম্যাপ ও ভবিষ্যত নেই| এই সরকার বিশ্বাস্যোগ্যতা হারিয়েছে| আয়করদাতাদের টাকা তোলার ওপরে এখনও নিষেধাজ্ঞা রয়েছে| নোট বাতিলের পর পরিসংখ্যান কোথায়? পুরোটাই বিভ্রান্ত করা হয়েছে| অর্থহীন সংখ্যা ও শব্দ নিয়ে খেলা করা হয়েছে এই বাজেটে|
পয়লা ফেব্রুয়ারি সরস্বতী পুজো থাকায় আগেই ওই দিন বাজেট পেশে আপত্তি জানিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| পরে দলের সংসদীয় বোর্ডের বৈঠকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তুলে প্রথম দুদিন বাজেট অধিবেশন বয়কট করে তৃণমূল| গতকালের পর এদিনও দলনেত্রীর নির্দেশে তৃণমূলের কোনও সাংসদই বাজেট পেশের সময় সংসদে হাজির ছিলেন না| তবে অরুণ জেটলির পড়া ঘণ্টা দুয়েকের বাজেট বক্তৃতার পরে আরও কড়া ভাষায় সমালোচনা করলেন তিনি| বাজেট শুরু হওয়ার পরেই মমতা টুইটারে লেখেন, বিতর্কিত বাজেট আরও বিতর্কিত হল| বক্তৃতা শেষে মমতা লিখলেন, জেটলির বাজেট ক্লুলেস, ইউজলেস, বেসলেস, মিশনলেস, অ্যাকশনলেস ও হার্টলেস| এক কথায় বাজেট সব দিক থেকেই ব্যর্থ বলে মনে করছেন তিনি|
পরের পর টুইটে লিখলেন, দিশাহীন বাজেটে সরকারের উন্নয়ন নিয়ে কোনও পরিকল্পনার কথাই পরিষ্কার করে বোঝা যায়নি| ভবিষ্যতে কীভাবে এগোবে দেশ, তা নিয়ে কোনও ভাবনাই প্রকাশিত হয়নি এই বাজেটে| কেন এখনও করদাতাদের টাকা তোলার বিষয়ে নিয়ন্ত্রণ রাখা হবে| কেন এখনও তাঁরা ইচ্ছামতো টাকা তুলতে পারবেন না? নোট বাতিলের পরে সরকারের লাভের অঙ্কট কতটা বাড়ল, তা নিয়েও তো একটাও কথা বললেন না জেটলি| মমতার মন্তব্য, শুধু সংখ্যার জাদু দিয়ে বাজেট ভরিয়ে ফেলা হয়েছে| এখানে শুধু পরিসংখ্যানই আছে| এর ভিতরটা ফাঁকা| তাই দেশের উন্নতিতে এই বাজেট কোনও কাজেই আসবে না| বরং মানুষের কপাল আরও পুড়ল এর ফলে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *