নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): খুব বেশি দিন হয়নি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প| অথচ এই অল্প সময়ের মধ্যেই তঁাকে ঘিরে নানা বিতর্কের সূত্রপাত হয়েছে| এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুলনা করা হল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে| তুলনা করেছেন রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব| মারাত্মক আক্রমণ করে লালু বলেছেন, ভারতের ট্রাম্প হলেন নরেন্দ্র মোদী|
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন কংগ্রেস সাংসদ ই আহমেদ| কংগ্রেস সাংসদের প্রয়াণে বাজেট পেশ নিয়ে সংশয় দেখা দেয়| কিন্তু, শেষ পর্যন্ত লোকসভার স্পিকার সুমিত্র মহাজন জানিয়ে দেন, `বাজেটের তারিখ নির্ধারণ করেছেন রাষ্ট্রপতি| আজ বাজেট পেশ করা সাংবিধানিক কর্তব্য| তাই বাজেট পেশ হবেই|’ বুধবার বাজেট পেশ হওয়ার প্রাক্কালে প্রয়াত সাংসদের প্রতি শোকপ্রস্তাব গ্রহণ করা হয়| অধিবেশনের শুরুতে স্পিকার সুমিত্রা মহাজন শ্রদ্ধা জানান প্রয়াত সাংসদ ই আহমেদকে| পালন করা হয় ২ মিনিটের নীরবতা| তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করেন লালু প্রসাদ যাদব|