নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩১ জানুয়ারি৷৷ ফের জিবি হাসপাতাল থেকে পালিয়ে গেলেন এক রোগীনি৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার৷ বিশালগড়ের ব্রজপুরের বাসিন্দা দুলাল দেবনাথের স্ত্রী সন্ধ্যারাণী দেবনাথ (২৫) পেট ব্যথা নিয়ে জিবি হাসপাতালে যান৷ তাকে গাইনো ওয়ার্ডে ভর্তি করানো হয়৷ মঙ্গলবার সন্ধ্যারাণী শৌচালয়ে যায়৷ শৌচালয়ের জানালায় শাড়ি বেধে দ্বিতল থেকে নেমে পালিয়ে যায়৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই জিবি হাসপাতালে চাঞ্চল্য সৃষ্টি হয়৷ এদিকে, গতকালও ঐ একই ওয়ার্ডে অনুরূপ ভাবে আরও এক রোগীনি হাসপাতাল থেকে পালিয়ে যায়৷ পরে অবশ্য ঐ প্রসূতি মাকে পুলিশ বাড়ি থেকে উদ্ধার করে৷
2017-02-01