যৌন নির্যাতন করে হত্যার পর ফাঁসিতে ঝুলানো হল নাবালিকাকে, অভিযোগের তীর নারী নেত্রীর শিক্ষক স্বামীর দিকে

suicide-hangingনিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৩১ জানুয়ারী৷৷ ফের এক নাবালিকার উপর যৌন নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে৷ মৃতদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ৷ গোটা ঘটনাকে আত্মহত্যার নাটকের রূপ দেওয়ার চেষ্টা চলছে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা টাকারজলা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ মৃতা নাবালিকা শাসক দলের নারী নেত্রীর বাড়িতে পরিচারিকার কাজ করত৷ অভিযোগের তীর ঐ নারী নেত্রীর শিক্ষক স্বামীর দিকে৷ যদিও পুলিশের দাবি ঘটনার তদন্ত চলছে৷
সংবাদে প্রকাশ, আমবাসার এক নাবালিকাকে টাকারজলা এলাকার শাসক দলের প্রভাবশালী নারী নেত্রী সুমিত্রা দেববর্মা পরিচারিকা হিসেবে রেখেছিলেন৷ ঐ নাবালিকাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করা হত৷ মঙ্গলবার সকালে খবর রটে যে ঐ নাবালিকা নাকি নারী নেত্রীর বাড়িতেই ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ এই খবর পেয়ে টাকারজলা থানার ওসি দুলাল দত্ত সহ অন্যান্য পুলিশ কর্মীরা নারী নেত্রী সুমিত্রা দেববর্মার বাড়িতে যান৷ সেখানে গিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় নাবালিকার মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাকারজলা হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ খবর দেওয়া হয় নাবালিকার পরিবারকে৷ ময়নাতদন্তের পর মৃতদেহ নাবালিকার মা-বাবার হাতে তুলে দেওয়া হয়৷
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে সুমিত্রা দেববর্মার বাড়িতে পরিচারিকার কাজ করত ঐ নাবালিকা৷ সুমিত্রা দেববর্মার স্বামী মানিক দেববর্মা শিক্ষক৷ এলাকাবাসীর বক্তব্য সুমিত্রা দেববর্মা মাসের বেশিরভাগ সময় আগরতলায় থাকেন৷ স্বামী বাড়িতে থাকেন৷ সঙ্গে থাকে ঐ নাবালিকা পরিচারিকা৷ এলাকাবাসীর অভিযোগ শিক্ষক মানিক দেববর্মা ঐ পরিচারিকাকে যৌন নির্যাতন চালিয়েছে৷ বিষয়টি যাতে প্রকাশ্যে না আনতে পারে তাই ঐ নাবালিকাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে৷ এলাকাবাসীর আরও অভিযোগ এদিন নাবালিকার মৃতদেহ যখন হাসপাতাল থেকে মা-বাবার হাতে তুলে দেওয়া হয় তখন শিক্ষক মানিক দেববর্মা দেড় লক্ষ টাকাও দিয়ে দিয়েছে মৃতার নিকটাত্মীয়দের৷ অন্যদিকে শাসক দলের উচ্চ স্তরের নেতাদের মাধ্যমে পুলিশের উপরও চাপ সৃষ্টি করা হয়েছে নাবালিকার মৃত্যুকে আত্মহত্যার ঘটনা বলে চালিয়ে দেওয়ার জন্য৷ যদিও পুলিশের বক্তব্য তদন্ত চলছে৷ এদিকে, গোটা ঘটনায় টাকারজলা এলাকায় জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে৷ দাবী উঠেছে ঘটনার সুষ্ঠু তদন্ত করা হোক৷ শিক্ষক মানিক দেববর্মার বিরুদ্ধে এবং নারী নেত্রী সুমিত্রা দেববর্মার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক৷ যেখানে শিশুশ্রম নিষিদ্ধ সেখানে কিভাবে বাড়িতে পরিচারিকা হিসেবে ঐ নাবালিকাকে এতদিন কাজ করিয়েছেন তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *